ভিয়েতনাম নারিকেল গাছ লাগনোর নিয়মঃ-
১. ৩ফিট বাই ৩ফিট গর্ত করে মাটি অর্ধেক করতে হবে।
২. এবার ২৫০gm—DAP , 200gm–TSP , ১০০gm—পটাশ, ১০০gm—ইউরিয়া , ৫০০gm—লবন , ১০০gm—ফুরাডোন অর্ধেক মাটির সাথে মিশাতে হবে।
৩. এরপর ২৪ঘন্টা রেখে দিতে হবে।
৪. ২৪ঘন্টা পর রোপন করতে হবে।
৫.রোপণ শেষে বাকি মাটিগুলো গাছের ১ ফিট দূরুত্বে ঘিরে দিতে হবে।
৬.এবার গাছে পানি দিতে হবে।
There are no reviews yet.